Spondylosis একটি জটিল রোগ

Spondylosis একটি জটিল রোগ। ইহা হাড়ের এক ধরনের ক্ষয় রোগ বা Degenerative Change. এ ধরনের রোগীরা আক্রান্ত স্হানসহ অন্যান্য স্হনে প্রচুর ব্যাথা অনুভব করে। এই রোগ সাধারণত ৪০ বছর বয়স থেকে বেশী দেখা দেয়। হাড়ে ক্যালসিয়াম এবং ফসফেট আয়নের ঘাটতির ফলেই বেশি আক্রান্ত হয়ে থাকে। রোগ নির্ণয় করে নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহনে এই জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *